ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯:২০, ৫ নভেম্বর ২০২৪

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটে প্রকাশ্যে সজিব তরফদার (৪০) নামের এক ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় সজিবের মোটরসাইকেলে থাকা কামাল তারফদার নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মীর্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের সামনে বাগেরহাট-গিলাতলা সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত সজিব ডেমা গ্রামের তরফদার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, সজীব তরফদার বিএনপির সব আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন। তিনি এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। তার এই মৃত্যুতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। দিনে-দুপুরে এভাবে সন্ত্রাসীরা হত্যা করবে তা আমরা মানতে পারছি না। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে, সেই দাবি জানাচ্ছি।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, সজীব তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে একজনকে সাথে নিয়ে শহরে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অস্ত্রধারী তাকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খোসাটি শটগানের গুলির। শটগান দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। অস্ত্রধারীরা মুখোশ পরা এবং তারা একাধিক দলে বিভক্ত ছিল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের অল্পদিনের মধ্যে শনাক্ত করে অস্ত্রসহ গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন