শিরোনাম
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১:১১, ৭ নভেম্বর ২০২৪
সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, মোটরসাইকেলটি সদর হাসপাতাল থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। মটরসাইকেলটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইশার মটরসের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষেই এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।