শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৯, ১৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৪১, ১৩ নভেম্বর ২০২৪
টেকনাফ থেকে বালি ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে দুটি ট্রলারসহ ছয় নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারে বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি।
টেকনাফ ও সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে তার মালিকানাধীন এসবি রাসেল এবং আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুইটি সার্ভিস ট্রলারে রড ও সিমেন্ট ভর্তি করে ছয় নির্মাণ শ্রমিক নাফ নদী হয়ে সেন্টমার্টিনে যাচ্ছিল। তারা ভুলবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে নাফ নদীর মোহনায় মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় এসে তাদেরকে নিয়ে যায়। আটকের একদিন পার হলেও আরাকান আর্মি এখনও তাদের ছেড়ে দেয়নি। আটকরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।