শিরোনাম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৯, ১৩ নভেম্বর ২০২৪
কুষ্টিয়ার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ তিনি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুনর্বাসনকেন্দ্র কর্তৃপক্ষ। পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের দাবি, ওই তরুণী দেয়াল টপকে পালিয়ে গেছেন।
এদিকে, পুনর্বাসনকেন্দ্রে বসবাস করা মেয়েদের অভিযোগ, তাঁদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। দেওয়া হয় না কোন প্রশিক্ষণ। এর প্রতিবাদ করলে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। আর তাই নির্যাতন থেকে বাঁচতে ওই তরুণী পালিয়ে গেছেন।
কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল লতিফ গণমাধ্যমে জানিয়েছেন ‘পুনর্বাসনকেন্দ্র থেকে তরুণী পালিয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও কোনো গাফিলতি বা কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই সেখানে প্রশাসনের কর্মকর্তাদের পাঠানো হয়। শুধু তাই নয়, বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তে কেন্দ্রের কারো দ্বারা যদি কোন নির্যাতন বা গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।