শিরোনাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৪, ১০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:১৬, ১০ অক্টোবর ২০২৪
বগুড়ায় বিলে গোসল করতে নেমে পানিতে ঢুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের কামারডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মিয়ার মেয়ে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১১) ও তার চাচাতো বোন একই এলাকার আব্দুল্লাহেল কাফীর মেয়ে মোকামতলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রত্যাশা খাতুন (১০)।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন বাড়ির পাশে কামারডাঙ্গা বিলে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই ডুবে মারা যায় তারা। পথচারীরা বিল থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দুপুরে দুই বোন কামারডাঙ্গা বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুজন একে-অপরকে হাত বাড়িয়ে ধরলে ডুবে মারা যায়। সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।