শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:০০, ৩০ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:৪৬, ৩০ জানুয়ারি ২০২৫
সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো. সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এই রায় দেন। রায়ে উল্লেখ করা হয়, সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৩৫ (এ) ধারার কোনও সুবিধা পাবেন না এবং এই আসামির কারা অভ্যন্তরে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাবেন না।
মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলার আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে। ২০২১ সালের ২২ জুন বিকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিমের সায়দাবাদ রেলস্টেশনের সামনে ট্রাকের কেবিনের ভেতর ভিকটিমকে ধর্ষণ করা হয়।
ওই সময় দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছিল। স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ থাকায় চন্দ্রা থেকে ভিকটিমসহ দুই জন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়ার দিকে যাচ্ছিল। সে সময় বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ট্রাকটি নষ্ট হয়েছে জানিয়ে পুরুষ দুই যাত্রীকে নামিয়ে দিয়ে হেলপার ও ট্রাকচালক ট্রাকের কেবিনের দরজা আটকে দেয়। এ সময় সোহেল রানা ধর্ষণ শুরু করলে ভিকটিমের চিৎকারে ওই ট্রাকেরই নেমে যাওয়া এক যাত্রী ট্রাকের কাছে গিয়ে ঘটনাটি তার মোবাইলে ভিডিও করেন। আসামিরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ভিকটিমসহ ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যায়।
তখন ওই যাত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ কড্ডার মোড় এলাকা থেকে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে। পরে এ ঘটনায় আসামি দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন প্রতিবন্ধী তরুণীর বাবা আলতাফ হোসেন।
এ ঘটনায় ট্রাকচালক সোহেল রানা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটিতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। আসামি এই মামলায় জেল হাজতেই ছিলেন।