শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫
সম্মেলন স্থগিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি।শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সম্মেলন স্থগিতের প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সম্মেলনের প্রার্থী ও ভোটাররা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন। এ হরতাল কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানা যায়।
দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।