শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিএনপি সেক্রেটারি আনোয়ার হোসেন আনু মুন্সীর সঙ্গে একই গ্রামের কৃষক দলের সাবেক সভাপতি করিম মোল্লার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দলাদলি চলে আসছিলো।
পরে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ৯টার দিকে শরিফাবাদ হাটে মিটিং করে বাড়ি ফেরার পথে খারদিয়া গ্রামে আনোয়ার মুন্সীর লোকজন করিম মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। তখন করিম মোল্লার লোকজন পাল্টা মামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২০ জন নেতাকর্মী আহত হন। এসময় ৪টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।