শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৫
১২ ঘন্টার মধ্যে তুরাগে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেছে ডিএমপি। মামলাটি রুজু হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ খোরশেদ আলম (২৮) ও মোঃ শাহিন মিয়া (২২)। তুরাগ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার ভোর আনুমানিক ৪টায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি হতে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা পশ্চিম থানার ১৯নং সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের ১নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রীজের পাশে নিয়ে যায়। সেখানে ইতালিয়ান নাগরিককে তার অপর এক সহযোগীর সহায়তায় ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সাথে থাকা ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন ১৩ মোবাইল, একটি আইফোনের চার্জার, একটি ম্যাকবুক চার্জার, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড, সুগন্ধি, ইতালিয়ান বই, নগদ ৫০ ইউরো ছিনিয়ে নিয়ে চলে যায়।
এই ছিনতাইয়ের ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূরের অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক।