শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ফেসবুক পোস্ট করেছেন এক ছাত্রলীগ নেতা। আত্মগোপনে থাকা এই নেতার ফেসবুক পোস্টকে ঘিরে শুরু হয়েছে তুলকালাম। ইসলামপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে আছেন তিনি।
ফেসবুক ঘেঁটে জানা গেছে, পোস্টকারী ছাত্রলীগের ওই নেতার নাম মো. শাওন সরকার। তিনি ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়ে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে শাওন তাঁর ফেসবুক আইডিতে পৃথক তিনটি পোস্ট দেন।
আত্মগোপনে থাকা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং ৩২ নম্বরের বাড়ির ছবি সংবলিত পোস্টে ছাত্রলীগ নেতা শাওন সরকার লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নিজ বাসভবন ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর করায় এবং অরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মহোদয়ের নির্দেশনায় আগামীকাল শনিবার (আজ ৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে মন্ত্রী মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে সবার উপস্থিতি কামনা করছি। সময় জানিয়ে দেওয়া হবে।’
দ্বিতীয় পোস্টে শাওন সরকার লিখেন, ‘ভাঙা জিনিস আবার ভেঙে লাভ কী? এসব করে আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি কেউ আটকাতে পারবেনা, কাল সবাইকে মন্ত্রী মার্কেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। জয় বাংলা।’
তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে তছনছ করেছে বাংলাদেশের মেধাবীরা। বিচার হবে ইনশাআল্লাহ।’
ছাত্রলীগ নেতার এই কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে জামালপুরে শুরু হয়েছে পুলিশের মহড়া।