শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:২৭, ১৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:২৯, ১৪ অক্টোবর ২০২৪
লক্ষ্মীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
রোববার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, আহতদের কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মনাফ বলেন, ‘মাইশা ইকরা ক্ল্যাসিক’ নামের বাসটি ‘ক্ল্যাসিক মেঘনা’ ব্যানারে চলছিল। যানটিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনায় আরও ১৪জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।