শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক থেকে ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের সিপিকাটা এলাকা থেকে বিপুল পরিমাণ পলিথিনসহ তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন: নওগাঁর মহাদেবপুর থানাধীন খাজুর দক্ষিণ এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. মোস্তাফিজুর রহমান (২৪) ও সিলেটের জকিগঞ্জ থানার ইলাবাজ এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. আবিদুর রহমান (২২)।
নাওজোর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, সিপিকাটা এলাকায় টাঙ্গাইলগামী লেনে একটি হলুদ ও নীল রঙের ট্রাক থামার জন্য সংকেত দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাইওয়ে পুলিশের একটি টিম ট্রাকটিকে আটক করে।
পরবর্তীতে ট্রাক তল্লাশি চালিয়ে ১২ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।