শিরোনাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:২১, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:২৯, ৯ মার্চ ২০২৫
চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৬ জন দগ্ধ হয়েছে। রোববার (৯মার্চ) ভোরে শহরের কোড়ালিয়া এলাকায় রুস্তম বেপারীর বাড়িতে সেহরির খাবার রান্নার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, মধ্যরাতে সেহরির খাবার রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটণা ঘটে। মূহুর্তেই ঘরটিতে আগুন ধরে যায়।
দগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তাঁর স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান চিকিৎসক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১)।
ঢাকায় পাঠানো চারজনের শরীরের ৫০-৬০ শতাংশ পুড়ে গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের শরীরেরও ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন তিনি।