শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:১৮, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:২৬, ৯ মার্চ ২০২৫
গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান হোসেন (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ডেকে নিয়ে যায় আরমান। পরে ধর্ষণ করে তা নিজের মোবাইল ফোনে ধারণ করে অভিযুক্ত। এরপর ধাণকৃত ভিডিও বন্ধুদের কাছে পাঠায় সে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের শালবনের ভেতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে মাওনার ফাঁড়ির ইনচার্জ হাসমত উল্লাহ জানান, ‘শ্রীপুরের বরমী দরগারতলা এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ সময় ধর্ষণকারী আরমান মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পুলিশ মোবাইলটি জব্দ করেছে। অভিযুক্ত আরমানকে আটক করা হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ক্তভোগীর বাবা জানান, দুপুর থেকেই তার মেয়েকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এরপর তারা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যায় বনের ভেতর চিৎকারে শব্দ শুনে সেদিকে এগিয়ে যান স্থানীয়রা। বনের ভেতরের নির্জন স্থানে হাতেনাতে ওই শিশু ও আরমানকে আটক করা হয়।
তখন শিশুটি জানায়, তাকে ধর্ষণ করে সে দৃশ্য মোবাইলে ধারণ করেছে আরমান। পরে আরমানকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি কয়েকটি ভিডিও ক্লিপ ধারণ করে তার তিন বন্ধুর মোবাইলে পাঠিয়েছেন। এরপর তাকে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।