শিরোনাম
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৫, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ৯ মার্চ ২০২৫
অভিযুক্ত চান মিয়া
শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে জেলার নকলা উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেন শিশুটির বাবা। রোববার (৯ মার্চ) অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত চান মিয়া (৬০) নকলা উপজেলার পাইস্কা এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার সঙ্গে শিশুটির দাদা-নাতনি সম্পর্ক।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে ‘মজা খাওয়ানোর’ লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান চান মিয়া। এরপর শিশুটিকে তিনি ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুরু করলে শিশুটি ২০ টাকা হাতে দিয়ে শান্ত করার চেষ্টা করেন চান মিয়া।
চিৎকার শুনে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখতে পান শিশুটি ব্যথায় মাটিতে কাতরাচ্ছে আর দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।