শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৬, ১০ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:০৪, ১০ মার্চ ২০২৫
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাশুর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯মার্চ) দিবাগত গভীর রাতে শুনানি শেষে আদালত ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন।
আদালত সূত্র ও পুলিশ জানায়, গতকাল সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহরে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ। এসময় বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিকেল পাঁচটা পর্যন্ত ভায়না মোড় মহাসড়ক অবরোধ এবং সন্ধ্যার পর শহরে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তাদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতি বিবেচনায়, গতকাল গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।
গতকাল রাত ১২টার পর শুরু হয় রিমান্ড শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এসময় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও গতকাল দিনে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। দিনভর আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করছিলেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতি বিবেচনায় রাতে শুনানি করেছেন আদালত।