শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮, ১০ মার্চ ২০২৫
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহকর্মী। সোমবার (১০মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হন।
বনানী থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বলছেন, ঘটনাস্থলে নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন। এখন রাস্তা বন্ধ আছে।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রাখে। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফিজুল ইসলাম সকাল ৯টার দিকে জানান, দুর্ঘটনার পর থেকে রাস্তা বন্ধ আছে। পুলিশ বিভিন্ন বিকল্প সড়ক দিয়ে যানবাহন গুলোকে গন্তব্যে পাঠানোর চেষ্টা করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু গাড়ি ক্যান্টনমেন্ট, রামপুরা রোড ও প্রগতি সরণি দিয়ে ডাইভারশন করা হচ্ছে।’