ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

হবিগঞ্জে মেয়ের ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু, দুই কিশোর গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৬, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১১, ১১ মার্চ ২০২৫

হবিগঞ্জে মেয়ের ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু, দুই কিশোর গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের খবর শুনে মারা গেছেন শিশুটির অসুস্থ বাবা। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। 

রোববার (৯ মার্চ) বিকেলে নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় ১০ টাকার লোভ দেখিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় দুই কিশোর। সেখানে তার উপর নির্মম নির্যাতন চালায় ওই দুই কিশোর। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির নানি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

ধর্ষণের খবর শুনে প্রচণ্ড মানসিক ধাক্কা সামলাতে না পেরে সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন শিশুটির বাবা। 

শিশুর মামা জানান, শিশুর বাবা একজন কৃষক ছিলেন। তার বয়স ৪৫ বছর। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন, রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই শিশুটিকে অভিযুক্ত কিশোরদের একজন লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখান থেকে শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

লোকজন আসার আগেই অভিযুক্ত কিশোরেরা পালিয়ে যায়। তবে শিশুটি উপস্থিত লোকজন ও তার পরিবারকে জানায় কারা তাকে এখানে নিয়ে এসেছে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সোমবার সকালে হবিগঞ্জ জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ বলেন, ‘গ্রেপ্তার দুই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা শিকার করেছে। গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন