ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬:১১, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ২০:০৪, ১১ মার্চ ২০২৫

ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

শহীদুল ইসলাম

শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছড়তে বাধ্য হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিভাগীয় সভাপতিদের একটি মিটিংয়ে অংশ নেন শহীদুল ইসলাম। এ সময় মিটিং রুমের বাইরে অবস্থান নিয়ে আওয়ামী-ঘনিষ্ঠ শিক্ষকদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় মিটিংরুম থেকে বের হয়ে যান আওয়ামীপন্থী শিক্ষকরা।      

একপর্যায়ে প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে উঠে বিভাগের উদ্দেশে রওনা হন শহীদুল ইসলাম। এ সময় পেছন থেকে তাকে ধাওয়া দেন শিক্ষার্থীরা। ধাওয়া খেয়ে বিভাগের সভাপতির কক্ষে অবস্থান নেন শহীদুল ইসলাম। বিভাগীয় সভাপতির কক্ষের বাইরে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। শেষমেশ প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করা হয়।  

শিক্ষার্থীদের দাবি, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করেন শহীদুল ইসলাম। আন্দোলনকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সমর্থিত শাপ লা ফোরামের ব্যানারে করা মিছিলে তিনি ছিলেন সম্মুখ সারিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচারণা চালান তিনি।    

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন