শিরোনাম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৮, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:০৮, ১১ মার্চ ২০২৫
আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি
সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে এমন সন্দেহে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রকিবুল ইসলাম আফ্রিদি ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রকিবুলের মা কুমকুম বেগম বলেন, ‘গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজহারভুক্ত বেশ কিছু আসামি টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বাসিন্দা। এদের ধরতে গ্রামে দুবার অভিযান চালায় সেনাবাহিনী। প্রায় এক সপ্তাহ আগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন মন্টু মুন্সী, ইয়াকুব মুন্সী ও জিকরুল মুন্সী। এরা প্রত্যেকেই বর্নি গ্রামের বাসিন্দা। গতকাল জামিনে মুক্তি পেয়ে তারা আমার ছেলেকে মারধর করে। তাদের সন্দেহ-আমার ছেলে তথ্য দিয়ে তাদের ধরিয়ে দিয়েছে। আমরা এই হামলার বিচার চাই।’
আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার সময় বর্ণি ইউনিয়ন পরিষদের কাছে আমার ওপর হামলা হয়। মন্টু মুন্সী ও জিকরুল মুন্সীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল তার এই হামলা চালায়। আর্মিকে তথ্য দিয়েছি, এই সন্দেহে জামিনে বেরিয়েই তারা এই হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘হামলার পর আমি ৯৯৯-এ ফোন করি এবং অন্যান্য সাংবাদিকদের জানালে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হামলাকারীরা আমাদের বাড়িতেও হামলা চালায়। এর আগেও তারা আমাকে হুমকি দিয়েছিল।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।