ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে গণমাধ্যমকর্মীকে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৮, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:০৮, ১১ মার্চ ২০২৫

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে গণমাধ্যমকর্মীকে মারধর

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি

সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে এমন সন্দেহে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রকিবুল ইসলাম আফ্রিদি ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রকিবুলের মা কুমকুম বেগম বলেন, ‘গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজহারভুক্ত বেশ কিছু আসামি টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বাসিন্দা। এদের ধরতে গ্রামে দুবার অভিযান চালায় সেনাবাহিনী। প্রায় এক সপ্তাহ আগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন মন্টু মুন্সী, ইয়াকুব মুন্সী ও জিকরুল মুন্সী। এরা প্রত্যেকেই বর্নি গ্রামের বাসিন্দা। গতকাল জামিনে মুক্তি পেয়ে তারা আমার ছেলেকে মারধর করে। তাদের সন্দেহ-আমার ছেলে তথ্য দিয়ে তাদের ধরিয়ে দিয়েছে। আমরা এই হামলার বিচার চাই।’ 

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার সময় বর্ণি ইউনিয়ন পরিষদের কাছে আমার ওপর হামলা হয়। মন্টু মুন্সী ও জিকরুল মুন্সীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল তার এই হামলা চালায়। আর্মিকে তথ্য দিয়েছি, এই সন্দেহে জামিনে বেরিয়েই তারা এই হামলা চালায়।’  

তিনি আরও বলেন, ‘হামলার পর আমি ৯৯৯-এ ফোন করি এবং অন্যান্য সাংবাদিকদের জানালে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হামলাকারীরা আমাদের বাড়িতেও হামলা চালায়। এর আগেও তারা আমাকে হুমকি দিয়েছিল।’  

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন