শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৭, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ১২ মার্চ ২০২৫
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিহতের সহকর্মীরা।
বুধবার সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় তামান্না নামে এক নারী শ্রমিক নিহত হন। শ্রমিকদের দাবি, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দেয়ার আহবান জানান।
এদিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। যানজট নিরসনে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।