শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪০, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:০৪, ১৪ মার্চ ২০২৫
শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় প্রতিবাদ সমাবেশ। স্থানীয় আলেম-ওলামাসহ জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবি করেন।