ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬, ১৫ অক্টোবর ২০২৪

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। গুরুতর অসুস্থদের হাসপাাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন