শিরোনাম
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৬, ২০ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:২৪, ২০ মার্চ ২০২৫
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হেফাজতে নেয়া হয়।
পুলিশ জানায়, সাদ্দাম হোসেন আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলার আসামি। ৫ আগস্ট আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পলাতক ছিলেন সাদ্দাম।
এদিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন, ‘কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ।’ তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।