শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৪, ১৫ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পোমাং পাড়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পোমাং পাড়া গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। পেশায় বাবুর্চির কাজ করতেন।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারনা করছি। মরদেহটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আঞ্চলিক রাজনৈতিক দলগুলো বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তিনি জানান।