শিরোনাম
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৬, ১৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:২৬, ১৬ অক্টোবর ২০২৪
২১ দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস নামে দুটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। এতে ওই মহাসড়কের দু-পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দি এলাকায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
কারখানার শ্রমিকরা জানান, প্রাথমিক অবস্থায় সব পার্মানেন্ট সিনিয়র শ্রমিকদেরকে বর্তমান বেতনের চেয়ে চার হাজার টাকা বৃদ্ধিসহ ২১টি দফা বাস্তবায়নের দাবি তাদের। এ জন্য আজ সকালে তারা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ ব্যাপারে কারখানার শ্রমিক আরমান বলেন, ‘আমি এ কারখানায় ডে সিফটে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। কারখানার মধ্যে ভালো কোনও চিকিৎসার ব্যবস্থা নেই অক্সিজেনও নেই। খাবারের মান খুবই খারাপ। তা ছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।
এদিকে, গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে যান। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিলেও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ওসি বলেন, ‘বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে মালিক-শ্রমিক উভয় পক্ষের সাথে আলোচনা চলছে।