ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ধর্ষণের অভিযোগে ইউএনও অফিসের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৬, ১ এপ্রিল ২০২৫

ধর্ষণের অভিযোগে ইউএনও অফিসের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪

ধর্ষণের অভিযোগে ইউএনও অফিসের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪

এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নওগাঁর মান্দায় ইউএনও অফিসের গাড়িচালকসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার (৩১মার্চ) রাতে ঘটনাস্থল থেকে ওই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। এদের মধ্যে নাসির উদ্দিন মাস্টাররোলে ইউএনও অফিসের গাড়িচালক।

ভুক্তভোগী নারীর স্বামী একজন পিকআপ চালক। দীর্ঘদিন ধরে তারা ভাড়া বাসায় বসবাস করেন। এ দম্পতির একমাত্র মেয়ে ঈদ উপলক্ষে তার নানার বাড়ি বেড়াতে যায়। এদিকে কাজের জন্য রাতে পিকআপ ভ্যান নিয়ে বাইরে যান ভুক্তভোগীর স্বামী। ফলে বাড়িতে একাই ছিলেন ওই নারী। আর এই সুযোগ কাজে লাগিয়েছে আসামিরা।   

ধর্ষণের শিকার ওই নারী বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে আমার স্বামী পিকআপ ভ্যান নিয়ে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১০টার দিকে আসামি স্বাধীন বাসায় এসে আমার স্বামীকে ডাকাডাকি করে। স্বাধীন আমার স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে আমি দরজা খুলি। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ঘরে ঢুকে মুখ চেপে ধরে। এর পর তারা পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে চারজনকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।’ 

এ ঘটনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনুসর রহমান বলেন, ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের নামে মামলা করেছেন। এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে সোমবার নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মনুসর রহমান আরও জানান, ‘শুনেছি, নাসির উদ্দিন ইউএনও অফিসের গাড়ি চালায়।’
 

আরও পড়ুন