ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

বেপরোয়া ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৩, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৩২, ১ এপ্রিল ২০২৫

বেপরোয়া ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুখার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান (বিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের রমজান সরদার (২১), অলি খান (২২), শিবচরের মুন্সিকান্দি এলাকার মিঠু তালুকদার (২৫) ও হৃদয় ঢালী।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার জানান, সেতুর উপর প্রথমে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় সেখানে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজবাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে সাথে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলের সাথেও সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। এ সময় আহত হন ৪ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। অবস্থার অবনতি হলে ৪ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার।

শিবচর থানার ওসি মো: রতন শেখ (পিপিএম) বলেন, তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়েছে। দ্রুত গতির কারনেই মূলত দূর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন