ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না ৬ বছরের আরাধ্যা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৬, ২ এপ্রিল ২০২৫

বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না ৬ বছরের আরাধ্যা

বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না ৬ বছরের আরাধ্যা

বুধবার (২ এপ্রিল) লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যা বিশ্বাস নামের এক শিশুকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই ৬ বছরের শিশু হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে অঝোরে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে ভর্তি আছে আরাধ্যা। সে শুধু নিজের নাম আর বাবার নাম বলতে পারছে। আরাধ্যা বলছে, ‘আমার বাবার নাম দীলিপ বিশ্বাস।’ এর বেশি কিছু তার মনে নেই। মনে করে বলতে পারছে না নিজের ঠিকানাও। 

চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘মাথায় আঘাত পেয়েছে শিশুটি। এখন তার স্বজনদের বেশি দরকার।’ কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারের কাছে খবর দেওয়ার জন্যও অনুরোধ করেছেন তিনি।

বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পরুষ। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
 

আরও পড়ুন