ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

বাড়িতে ঢুকে বোমা হামলা, চাঁদা দাবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৪, ২ এপ্রিল ২০২৫

বাড়িতে ঢুকে বোমা হামলা, চাঁদা দাবি

নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের হুরু বাড়ীতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে।ঈদের রাতে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ীর মোরশেদ আলম সজীবের বসত বিল্ডিংয়ে ব্যাপক ভাংচুর করে। ভাঙচুরের পাশাপাশি বাড়িতে বোমা হামলাও করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব দীর্ঘদিন থেকে চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। এ ঘটনার পর থেকে বৈকুন্ঠপুর এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

থানায় দায়ের করা মোরশেদ আলম সজীবের অভিযোগ থেকে জানা গেছে, ঈদের দিন রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বসত বিল্ডিংয়ে হামলা করে এবং ব্যাপক ভাংচুর করে। বাড়ীতে কয়েকটি বোমা বিস্ফোরন ঘটায় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা তাকে মারধর করে হত্যা বা গুম করার হুমকিও দেয়। সন্ত্রাসীরা তাকে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ না জানানোর জন্য হুমকি দেয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্তা রেখে গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন।

এলাকাবাসী এবং কয়েকজন ভোক্তভোগী জানান, রামনারায়নপুর এবং খিলপাড়া ইউনিয়নে কয়েকটি কিশোরগ্যাং রয়েছে। এরা তাদের বড় ভাইদের নির্দেশে এলাকায় চাঁদাবাজি, হামলা, ভাংচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এদের অত্যাচারে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে। একই দিনে এই সন্ত্রাসীরা ছোবহানপুর বাজারেও সন্ত্রাসী হামলা করেছে।

থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন