শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৯, ২ এপ্রিল ২০২৫
উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদমেলা চলছে। গত সোমবার ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ফুচকা খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফুচকাদোকানি মনির হোসেন পলাতক আছেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলীমুর রাজীব জানান, ফুচকার বিষক্রিয়া থেকে এমনটা হয়েছে। বেশির ভাগ রোগীর পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে এসেছেন।
স্থানীয় লোকজন জানান, যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে মনির হোসেন নামের এক ব্যক্তি মেলায় অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিলেন। মেলায় আসা অনেক মানুষ ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেই দোকান থেকে ফুচকা খান। খাওয়ার কিছুক্ষণ পর থেকে তাঁরা অসুস্থ হতে থাকেন। তাঁদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়।