শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮, ৩ এপ্রিল ২০২৫
মহুয়া কমিউটার ট্রেনে আগুন
এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মহুয়া কমিউটার ট্রেনে থাকা একজন যাত্রী জানান, সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসে। ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনে আগুন লাগে। এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগীতায় পাওয়ার কার থেকে পাশের বগিগুলো সরিয়ে দেয়া হয় ফলে আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।