শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:২১, ৪ এপ্রিল ২০২৫
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে পুরান বাজারের সৌরভ হার্ডওয়্যার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকসসহ ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহাগ বলেন, ‘আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে কসমেটিকসের দোকান চালাতাম। এখন দোকানটাই পুড়ে গেল। কীভাবে ঋণ পরিশোধ করব, সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, পুরান বাজার বাণিজ্যিক এলাকা হওয়ায় পানি সরবরাহ করতে সমস্যা হয়েছে। আশপাশের পুকুর-ডোবা ভরাট হয়ে যাওয়ায় দেরি হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।