শিরোনাম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৬, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫০, ৪ এপ্রিল ২০২৫
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে খোকসা উপজেলার বোনের বাড়িতে যাচ্ছিলেন নাঈমের মা মালা খাতুন। সঙ্গে ছিলেন স্বামী নাজমুল হোসেন এবং কোলে ছিলেন শিশু নাঈম। আমতলা মোড়ে ভ্যানটি ঘোরার সময় হঠাৎই শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত করিমন ভ্যান তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় নাঈমকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী করিমনের চালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে সোপর্দ করে।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘করিমনচাপায় শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয়রা চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’