ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা, ৪ দিন পর দুই কিশোরের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৪, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৪৫, ৫ এপ্রিল ২০২৫

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা, ৪ দিন পর দুই কিশোরের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থী চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহত নয়ন হোসেন (১৭) গাইবান্ধা জেলার মো. কামাল হোসেনের ছেলে। সে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। অপরজন হৃদয় হোসেন (১৭) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে।  

নিহতদের স্বজনরা জানান, ঈদের দিন (৩১ মার্চ) সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় দুই বন্ধু। আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবারিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। এতে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নয়ন এবং রাত ২টার দিকে হৃদয় মারা যায়।

দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে স্কুলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুপুরের মধ্যে ঈশ্বরদীর খালিশপুর কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বজনরা। 

আরও পড়ুন