শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০, ৫ এপ্রিল ২০২৫
তানিয়া ও তার স্বামী জুয়েল
নিহত জুয়েল রানা কালিয়ানপাড়া গ্রামের মজনু সিকদারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জুয়েল ও তানিয়ার বিয়ে হয়। তিন সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। সম্প্রতি এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জুয়েলের। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো ফল পাননি তানিয়া। উল্টো স্বামীর কাছ থেকে শারীরিক নির্যাতনের শিকার হতেন তিনি।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে জুয়েল ঘুমিয়ে পড়লে তানিয়া কাঠের একটি খণ্ড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা তানিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সখিপুর থানার ওসি জাকির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া স্বামীর পরকীয়ার জেরেই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।