শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:১৫, ৫ এপ্রিল ২০২৫
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পুর্বেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
সংঘর্ষের কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগের জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’