শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৪, ৫ এপ্রিল ২০২৫
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে কালো মুখোশ পরা চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বাঁশি বাজান নৈশপ্রহরী রফিকুল ইসলাম। তখনই ওই ব্যক্তিরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাকে বেঁধে একটি দোকানের পাশে ফেলে রাখা হয়।
পরবর্তীতে আরও ২০–২৫ জনের একটি দল এসে অন্য ছয় প্রহরীকেও ধরে এনে মারধর করে হাত-পা বেঁধে রাখে। ডাকাত দলের কয়েকজন প্রহরীদের পাহারায় রাখে, বাকি সদস্যরা বাজারে থাকা একটি মিনি ট্রাকের সাহায্যে কীটনাশক, মুদিখানা ও ইলেকট্রনিকসহ চারটি দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার আগে আহত রফিকুল ইসলামের বাঁধন খুলে দেয়। পরে তিনি বাকিদের মুক্ত করে আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানান। কীটনাশকের দোকান ‘স্বাদ ট্রেডার্স’-এর মালিক ছানাউল ইসলামের দাবি, শুধু তার দোকান থেকেই প্রায় ৬–৭ লাখ টাকার পণ্য লুট হয়েছে।
আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা জানান, অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।