শিরোনাম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৩, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪৩, ৫ এপ্রিল ২০২৫
শনিবার (৫এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সাতবারিয়ায় পদ্মার চরে বেড়াতে যান পরিবারের সকলে। একস পর্যায়ে সন্ধ্যার দিকে ২০ থেকে ২৫ জন চর থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ নৌকটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পারে উঠতে পারলেওে উঠতে পারেনি এই দম্পতি। তখন থেকেই স্বামী-স্ত্রী নিখোঁজ হন।
পরে খবর নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আজ শনিবার ভোরে রাজশাহী থেকে একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টার পর সকাল ১০টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।