শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩০, ৫ এপ্রিল ২০২৫
ছিনতাইয়ের কবলে পড়া বাস
এ ঘটনায় শনিবার (৬ এপ্রিল) এক নারী যাত্রী সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এরই মধ্যে বাসচালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
ভুক্তভোগী মোছাম্মৎ টুনি জানান, দুপুর ২টার দিকে গাজীপুরের চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। এ সময় বাসে আগেই থাকা এক ব্যক্তি তাঁদের সঙ্গে যুক্ত হয়ে ছিনতাই শুরু করে।
টুনি বলেন, ‘ছিনতাইয়ের আগে বাসে বসে থাকা ওই ব্যক্তি চালকের সঙ্গে হাসাহাসি ও গল্প করছিলেন। পরে তাঁর সঙ্গে আরও দুজন যুক্ত হয়ে যাত্রীদের কাছে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নেন। এরপর তিনজনই ফুলবাড়িয়া এলাকায় নেমে পালিয়ে যায়।’
একই বাসের যাত্রী রিপন মিয়া জানান, বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন, যাঁদের বেশিরভাগই নারী। তিনি বলেন, ‘ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে। আমার কাছ থেকেও ৩৫ হাজার টাকা নিয়ে যায়।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, বাসে ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি রেকর্ডের কার্যক্রম চলছে। বাসচালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত দুই মাসে সাভার থানা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দিনের বেলায় অন্তত তিনটি চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে ২ মার্চ একই সড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।