ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

দেবীদ্বারে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:৪১, ৫ এপ্রিল ২০২৫

দেবীদ্বারে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

অভিযুক্ত মো. জামাল হোসেন

কুমিল্লার দেবীদ্বারে আট বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. জামাল হোসেন (৫০) পেশায় একজন অটোরিকশাচালক। তিনি স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে দেবীদ্বার বানিয়াপাড়ায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটির বয়স আট বছর এবং সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামাল হোসেন সৎ কন্যাকে ধর্ষণ করেন। এরপর অর্থের বিনিময়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাসায় ভাঙচুর চালায় ও তাকে অবরুদ্ধ করে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন বাড়ির মালিকের ছেলে সাকিব হোসেন (১৬)সহ অন্তত পাঁচজন। আহতদের মধ্যে সাকিবকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে বিকেলে ঘটনাস্থলে পুলিশ গেলেও উত্তেজিত জনতার বাধায় অভিযুক্তকে উদ্ধার করতে পারেনি। এরপর সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যের সহায়তায় জামাল হোসেনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

জামাল হোসেনের দ্বিতীয় স্ত্রী জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন, পরে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন।

দেবীদ্বার থানার ওসি শাসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

আরও পড়ুন