ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

উখিয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৫, ৬ এপ্রিল ২০২৫

উখিয়ায় জমি নিয়ে  দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

নিহত আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন স্থানীয় জামায়াত নেতা ও মসজিদের খতিবসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন (৪৫), তাঁর চাচাতো ভাই মোহাম্মদ হোছেনের ছেলে আব্দুল মান্নান (৩৬) এবং মান্নানের বোন শাহিনা বেগম (৩৮)।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, নিহতদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে এক পক্ষ ওই জমিতে দেয়াল নির্মাণ শুরু করলে তা নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।’  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন