ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৯, ৬ এপ্রিল ২০২৫

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।

আজ রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। পুলিশ জানায়, আদাবর ও মোহাম্মদপুর থানার আওতাধীন অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৯ জন, দ্রুত বিচার আইনে ২ জন, ডিএমপির অন্যান্য মামলায় ৩ জন এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম (২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭), জামিল (৪৫), সজল (২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল (১৮), মাহাফুজ (১৮) ও আরিফ (২৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন