শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩০, ৬ এপ্রিল ২০২৫
মৃত শিশুদের মধ্যে দুইজন চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা—মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) ও কামালের মেয়ে তামান্না (১২)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। অপরজন ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুবেলের ছেলে জিসান (৪)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরের দিকে পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে যায় তানজিল। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে যেতে থাকে। বিষয়টি দেখে ফুফাতো বোন তামান্না তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন দুপুরে ভেলুমিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশু জিসানের মা। এ সময় শিশুটি সবার অগোচরে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।