ঢাকা, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
Scroll
পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Scroll
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
Scroll
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Scroll
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম
Scroll
রপ্তানিকারকদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
Scroll
ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু
Scroll
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
Scroll
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১০:৪১, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৪২, ৭ এপ্রিল ২০২৫

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

দুর্ঘটনায় উল্টে খাদে পড়া বাস

রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহত তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং জামায়াতের কর্মী ছিলেন। 

নিহতরা হলেন—জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তারা চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিরোজপুরগামী দুটি যাত্রীবাহী বাসে প্রায় ৯০ জন জামায়াত নেতাকর্মী ও সমর্থক ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুরে যাচ্ছিলেন। পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সামনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ও উল্টে যায়।

পেছনে থাকা অপর একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে সেটিরও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। 

দুর্ঘটনায় নিহত ও আহত সবাই জামায়াতে ইসলামীর রাণীহাটি ইউনিয়ন শাখার নেতাকর্মী ও সমর্থক বলে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। 

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন