শিরোনাম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৪২, ৭ এপ্রিল ২০২৫
দুর্ঘটনায় উল্টে খাদে পড়া বাস
নিহতরা হলেন—জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তারা চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিরোজপুরগামী দুটি যাত্রীবাহী বাসে প্রায় ৯০ জন জামায়াত নেতাকর্মী ও সমর্থক ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুরে যাচ্ছিলেন। পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সামনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ও উল্টে যায়।
পেছনে থাকা অপর একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে সেটিরও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
দুর্ঘটনায় নিহত ও আহত সবাই জামায়াতে ইসলামীর রাণীহাটি ইউনিয়ন শাখার নেতাকর্মী ও সমর্থক বলে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।