শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৬, ৭ এপ্রিল ২০২৫
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান জানান, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং লালবাগের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ সম্ভব হয়।
তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে মাক্কুশাহ মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।’
দায়িত্বরত এই কর্মকর্তা আরও বলেন, ‘ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। ওই ছয়জন হলেন- সাকিব (২২), মুসফিকা (২৫), আমিনুদ্দিন (৭০), ইসরাত জাহান (২৬), তালহা (৪) ও ইসাহাত (৫)।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা আমিন উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।