শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৬, ৭ এপ্রিল ২০২৫
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনজীবী সুজন মিয়া রোববার রাতে বাণিজ্যমেলায় যান। বাণিজ্যমেলা থেকে এসে সুজন পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে দাঁড়ান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ৪ থেকে ৫ জনের দুর্বৃত্তদল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কোন তথ্য জানা যায়নি।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মমিলা করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, আশা করছি খুব তারাতারি প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় মৌলভীবাজারে এক নাম্বার বারের সামনে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।