শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৩, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১৪, ৭ এপ্রিল ২০২৫
বিক্ষোভ মোকাবেলায় এদিকে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘গাজার জয় হবেই হবে। যতদিন পৃথিবী থাকবে, ফিলিস্তিনের মাটি ধ্বংস করা যাবে না।’
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ জানান, ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুনবাজার এলাকায় আসে এবং সেখানে অবস্থান নেয়। মিছিল শেষে তারা ফিরে যাবে বলেও জানান তিনি।
এর আগে সকাল থেকেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন-ফিলিস্তিন’—এমন নানা স্লোগানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান।