শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৫, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৫০, ৭ এপ্রিল ২০২৫
সকালের শুরু থেকেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান।
মিছিলে অংশ নেওয়া এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানে থাকবে, সেখানেই প্রতিবাদ হবে।’
আরেক শিক্ষার্থী দাবি করেন, ‘ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অর্থনৈতিকভাবে তাদের সহায়তাকারী পণ্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।’
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। মিছিলটি সুগন্ধা এলাকায় পৌঁছালে কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের সাইনবোর্ড দেখে উত্তেজিত অংশগ্রহণকারীরা ভাঙচুর চালায়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’