শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৩, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৮, ৭ এপ্রিল ২০২৫
ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সকাল থেকে জেলার স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে। এসময় তাদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।
মিছিলে থাকা কলেজ শিক্ষার্থী হৃদয় সংবাদমাধ্যমকে বলেন, আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানে থাকবে সেখানেই হামলা হবে বলে হুঁশিযারি দেন তিনি।
এদিকে আরেক শিক্ষার্থী সুলেমান বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুরোধ করবো ইসরায়েলকে অর্থ জোগান দেওয়া সব পণ্য বয়কট করেন। এসব অর্থ দিয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করছে ইসরায়েল।
ভাঙচুরের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের সুগন্ধা পয়েন্টে পৌঁছালে পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে বিক্ষুব্ধ জনতা সেখানে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’