ঢাকা, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
Scroll
পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Scroll
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
Scroll
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Scroll
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম
Scroll
রপ্তানিকারকদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
Scroll
ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু
Scroll
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
Scroll
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ  

কক্সবাজারে কেএফসি-পিৎজা হাটে ভাঙচুর 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৩, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৮, ৭ এপ্রিল ২০২৫

কক্সবাজারে কেএফসি-পিৎজা হাটে ভাঙচুর 

আজ (৭ এপ্রিল) সোমবার অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় কেএফসি, পিৎজা হাট ও পানসি রেস্তরা ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ তরুণ।

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সকাল থেকে জেলার স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে। এসময় তাদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

মিছিলে থাকা কলেজ শিক্ষার্থী হৃদয় সংবাদমাধ্যমকে বলেন, আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানে থাকবে সেখানেই হামলা হবে বলে হুঁশিযারি দেন তিনি। 

এদিকে আরেক শিক্ষার্থী সুলেমান বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুরোধ করবো ইসরায়েলকে অর্থ জোগান দেওয়া সব পণ্য বয়কট করেন। এসব অর্থ দিয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করছে ইসরায়েল।

ভাঙচুরের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের সুগন্ধা পয়েন্টে পৌঁছালে পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে বিক্ষুব্ধ জনতা সেখানে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন